লুপ এবং ইটারেশন(Loop & Iteration)
সতর্ক বার্তাঃ কেউ যদি বইটির কোন অংশ খারাপ উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করে তাহলে কপিরাইট আইন অন্তর্ভুক্ত সকল প্রকার প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য থাকব।
লুপঃ লুপ বিষয়টার মানে ঘুরতে থাকা। প্রোগ্রামিং লুপ শিখা টা একটা গুরুত্ব পূর্ন বিষয়। ডাটা নিয়ে কাজ করতে গেলেই লুপের প্রয়োজন পরে । লুপ দিয়ে যেকোনো বিগ বিগ ডাটাকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়। জাভাস্ক্রিপ্টে লুপ পাঁচ প্রকার।
1. for loop
2. while loop
3. do while loop
4. for in loop
5. for of loop
ইটারেশনঃ জাভাস্ক্রিপ্টে ইটারেশন জিনিস টা হচ্ছে একটা হাইয়ার অর্ডার ফাংশন। এই ফাংশন গুলো ব্যাবহার করে আমরা বিভন্নভাবে অ্যারে বা অবজেক্ট কে কাজে লাগায় বা পরিবর্তন করি।
এগুলো হচ্ছেঃ
map
filter
find
reduce
forEach
each
every
some
flatMap
flat
reduceRight
reduceLeft
Last updated