জে এস ডোম(JS DOM)
সতর্ক বার্তাঃ কেউ যদি বইটির কোন অংশ খারাপ উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করে তাহলে কপিরাইট আইন অন্তর্ভুক্ত সকল প্রকার প্রক্রিয়া অনুসরণ করতে বাধ্য থাকব।
ডোম এর পুরো অর্থ হলো Document Object Model। ব্রাঊজার যখন লোড হয় সাথে এই ডোম ক্রিয়েট হয় । এইটি মূলত একটি ট্রী যেখানে আমরা চাইলে জাস্ক্রিপ্ট দিয়ে নতুন ডোম বানাতে পারি অথবা ডোম এ পরিবর্তন করে ফেলতে পারি। অথবা চাইলে সিএসএস যুক্ত করতে পারি। ওয়েভ সাইটকে আরো বেশি আকর্ষনীয় করে তুলতে পারি।
Last updated