সিম্বল (Symbol)
সিম্বলঃ সিম্বল জাভাস্ক্রিপ্টের একটি বিশেষ ডাটাস্ট্রাকচার ও বিল্ডিন অবজেক্ট । যেইটা আপনাকে গ্যারান্টি দেয় যে সে একটি ইউনিক বা স্বতন্ত্র অবজেক্ট ।
var sym1 = Symbol();
var sym2 = Symbol('this is a symbol');
var sym3 = Symbol('this is another symbol');
সিম্বল এর বৈশিষ্ট্যঃ
অপরিবর্তিনীয়ঃ একবার তৈরি হলে একটি Symbol এর মান পরিবর্তন করা যায় না।
বর্ণনা যুক্ত করণঃ সিম্বলে চাইলে বর্নণা যুক্ত করা যায় যা ঐ কে বোধগম্য করে তুলে এবং ডিবাগিং এও সুবিধা প্রাধান করে থাকে।
স্বতন্ত্রঃ প্রতিবার Symbol() কল করলে একটি নতুন, স্বতন্ত্র Symbol তৈরি হয়।
অনুসন্ধানযোগ্য নয়ঃ সিম্বল লুপ করে অনুসন্ধান করা যায় না যদি অনুসন্ধান করা ধরকার পরে থাহলে এর কিছু নিজস্ব লুপ বা ইটারেটর মেথড আছে সেগুলো দিয়ে করা লাগে।
Last updated