অ্যারো ফাংশন(Arrow Function)
অ্যারো ফাংশনটা মূলত ES6 সংযোজন। মূলত রেগুলার ফানশনের কিছু লিমিটেশন কে কেন্দ্র করেই অ্যারো ফাংশন বানানো হয়েছে। অ্যারো ফাংশন হচ্ছে নাম বিহীন ফাংশন লিখার সংক্ষিপ্ত রুপ অ্যারো ফাংশনের সাথে রেগুলার ফাংশনের যে বড় তফাত সেইটা হলো ত this keyword এর রেগুলার ফাংশনে this ঐ ফাংশন স্কোপ কে বুঝায় আর অ্যারো ফাংশনে সেইটা window object কে বুঝায়।
অ্যারো ফাংশনের সিনট্যাক্সঃ
const functionName = (parameters) => {
// function body
return value;
};
উদাহরনঃ
const add=(num1, num2)=> {
const sum = num1 * num2
return sum
}অ্যারো ফাংশন বৈশিষ্ট্যঃ
যদি আর্গুমেন্ট না থাকে এবং একটি মাত্র স্টেটমেন্ট থাকে।
const multiply = () => 2 * 2;
multiply(2) // output 4যদি আর্গুমেন্ট থাকে এবং একটি মাত্র স্টেটমেন্ট থাকে।
const multiply = a => a * 2;
multiply(2) // output 4কলব্যাক ফাংশন হিসেবে।
রেগুলার আর অ্যারো ফাংশনের মাঝে পার্থক্য।
এইখানে দেখতেই পাচ্ছেন রেগুলার ফাংশনের this কিন্তু ঐ অবজেক্ট এর স্কোপকেই বুঝাচ্ছে। আর অ্যারো ফাংশন কিন্তু ঐ অবজেক্ট স্কোপ কে বুঝাচ্ছে না।
তাছাড়া রেগুলার ফাংশন কে কিন্তু কন্সট্রাক্টর ফাংশন হিসবেও ব্যবহার করা যায় কিন্তু অ্যারো ফাংশন কে কন্সট্রাক্টর ফাংশন হিসেবে ব্যবহার করা যায় না।
Last updated