রেগুলার ফাংশন (Regular Function)
রেগুলার ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের শুরু থেকে ব্যাবহৃত ফাংশন। রেগুলার ফাংশন লেখার Syntext হচ্ছেঃ-
function nameOfFunction(){
//statement
}
or
function nameOfFunction(argument){
//statement
return value
}উদাহরণঃ
function add(num1, num2) {
this.sum = num1 * num2
return this.sum
}রেগুলার ফাংশনের যে জিনিস ব্যবহার করা যায় সেইটা হলো আপনি এইখানে this keyword ব্যাবহার করতে পারবেন। এইখানে this বলতে ঐ ফাংশনকে নির্দেশ করে। এবং this দিয়ে এইখানে ফাংশন স্কোপ কে বুঝায়।
তাছাড়া আপনি রেগুলার ফাংশন কে কন্সট্রাক্টর ফাংশন হিসেবে ও লিখতে পারবেন এবং prototype ও ব্যাবহার করতে পারেন।
উদাহরনঃ
function Cat(){}
const cat = new Cat();
cat.name = "Coco";
console.log(cat)
output:
Cat {name: 'Coco'}Prototype উদাহরনঃ
অনুশীলন:
হিসাব ফাংশনঃ এমন একটি ফাংশন তৈরি করুন যেখানে দুটি সংখ্যা এবং একটি অপারেটর ইনপুট হিসেবে নেওয়া হবে। অপারেটর অনুযায়ী ফাংশনটি কাজ করবে এবং সঠিক ফলাফল দিবে।
সবচেয়ে বড় সংখ্যাটি বের করুনঃ এমন একটি ফাংশন তৈরি করুন যেখানে অনেকগুলো সংখ্যা ইনপুট হিসেবে নেওয়া হবে এবং সেখান থেকে সবচেয়ে বড় সংখ্যাটি বের করে দিবে।
Last updated